skip to Main Content
বুধবার, ১৭ মহর্‌রম ১৪৪৬ হিজরি,২৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৯
জামিয়ার অন্যান্য ক্যাম্পাস
রূপগঞ্জ ক্যাম্পাস

জামিয়া সাহবানিয়া দারুল উলূমের উদ্দিষ্ট লক্ষ্য পূরণ ও সুদূর প্রসারী চিন্তা-ভাবনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে একটি ব্যাপক ও বিশাল ব্যবস্থাপনার প্রয়োজন। সে হিসাবে তিন কাঠার উপর নির্মিত ৭ তলা বিশিষ্ট বর্তমান ভবনটি যথেষ্ট নয়। অপরদিকে শহরের ব্যস্ত পরিবেশে একজন শিক্ষার্থীকে লেখাপড়ায় পরিপূর্ণ মনোযোগী করা যথেষ্ট কঠিনসাধ্য ব্যাপার। তাই একাগ্রতা সৃষ্টির জন্য শহর থেকে দূরে একটি নিরিবিলি-মনোরম, উপযুক্ত-ব্যাপক পরিবেশের অত্যন্ত প্রয়োজন। সে লক্ষ্য সামনে রেখে ২০ বিঘা জায়গার উপর ‘জামিয়া সাহবানিয়া দারুল উলূম (রূপগঞ্জ শাখা)’ নামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফিকির পূর্ব থেকেই চলছিল। আলহামদু লিল্লাহ, ধীরে ধীরে তা কিছুটা আলোর মুখ দেখতে শুরু করেছে। নতুন ঢাকা পূর্বাচল সংলগ্ন রূপগঞ্জে এ প্রকল্পের জন্য এ পর্যন্ত ২০০ শতাংশ জায়গা ক্রয় করা হয়েছে। আরো কিছু জায়গার বায়না সম্পন্ন হয়েছে। এরই মধ্যে কিছু অংশে মাটি ভরাটের কাজ চলছে। নির্ধারিত এক অংশে নির্মাণ কাজও শুরু হয়েছে। বর্তমানে তিনতলা বিশিষ্ট  উন্নতমানের একটি ভবনের কাজ সম্পন্ন হয়েছে, আলহামদু লিল্লাহ। ভবনের প্রতি ফ্লোরের আয়তন আনুমানিক চার হাজার স্কয়ার ফিট।

১৪৩৭-৩৮ হি. শিক্ষাবর্ষ থেকে সেখানে কিতাব বিভাগের নাহবে মীর থেকে মিশকাত পর্যন্ত জামাতগুলো স্থানান্তর হয়েছে।
অচিরেই সেখানে মসজিদের নির্মাণ কাজও শুরু হবে, ইনশাআল্লাহ।

ঠিকানা

গ্রাম : কুলিয়াদী, দিঘলিয়ারটেক; থানা: রূপগঞ্জ;  জেলা : নারায়াণগঞ্জ।

যোগাযোগ নম্বর
  • মুঈনে মুদীর (যিম্মাদার) : ০১৬৭-৫৬৪ ০১৫২
  • নায়েবে নাযেমে তা’লীমাত :০১৬৭-০৮৩ ১৮৫৫
  • নেগরান, হিফয বিভাগ : ০১৯৭-৮৮০০ ২৪৭
  • নেগরান, মকতব বিভাগ : ০১৯৭-৮৮০০ ২৪৮
ম্যাপে অবস্থান
Back To Top