skip to Main Content
বুধবার, ৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি,১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০১
রওযাতুস সাহবান
সংক্ষিপ্ত পরিচিতি

অল্পবয়সী শিক্ষার্থীদের জন্য মাদরাসার তা’লীমী সময়সূচি (সকাল ৮.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত) পরিপূর্ণভাবে রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তাই ৫ বছর থেকে ৬ বছরের শিক্ষার্থীদের জন্য মকতব বিভাগে ‘রওযাতুস সাহবান’ নামে একটি শাখা চালু করা হয়েছে।

এ শাখার শিক্ষার্থীদেরকে এক বছরে শুধু নুরানি কায়দার নির্ধারিত অংশ পড়ানো হয়। ক্লাসের সময় মোট ৪ ঘণ্টা। মাদরাসায় শুধু আরবি বিষয়াদি পড়ানো হয়। এদের জন্য জেনারেল বিষয়ে শিশু শ্রেণির পাঠ্যসিলেবাস প্রযোজ্য, যা অভিভাবকের দায়িত্বে থাকে। মোট দু’টি শিফটে ভর্তি করা হয়।
(১) সকাল ৮.০০টা থেকে দুপুর ১২.০০টা।
(২) বাদ যোহর থেকে রাত ৮.০০টা।

শিক্ষার্থী ও অভিভাবকের সুবিধানুযায়ী যে কোনো শিফটে ভর্তি নেওয়ার সুযোগ রয়েছে।

প্রয়োজনীয় তথ্য ও ভর্তির যোগ্যতা

সর্বোচ্চ মেয়াদ : ১ বছর
ভর্তির জন্য নূন্যতম বয়স : ৫ বছর
ভর্তির জন্য সর্বোচ্চ বয়স : ৫ বছর

ভর্তির জন্য যোগ্যতা : প্রযোজ্য নয়।

সংক্ষিপ্ত সিলেবাস

নুরানি কায়দা, আম্মাপারা, ৪ কালিমা, অর্থসহ হাদীস শরীফ মুখস্থ (১০টি), মাসনুন দু‘আ, নামাযের মাসায়েল।
শিশু শ্রেণীর বাংলা, গণিত, ইংরেজি।

Back To Top