skip to Main Content
বুধবার, ১৭ মহর্‌রম ১৪৪৬ হিজরি,২৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৯
আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা
সংক্ষিপ্ত পরিচিতি

দাওরায়ে হাদীস সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য ফিকহ ও ফতওয়া বিষয়ক গবেষণামূলক উচ্চতর শিক্ষা ‘আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা’র কোর্স রয়েছে। এ কোর্সে যোগ্য, মেধাবী ও মেহনতী তালেবে ইলমদেরকে ভর্তি করা হয়।

২-৩ বছর মেয়াদী এ কোর্সে শিক্ষার্থীদের মানব জীবনে উদ্ভূত সকল সমস্যার শরয়ি সমাধান দেওয়ার জন্য যোগ্য মুফতী হিসাবে গড়ে তোলা এ বিভাগের মূল উদ্দেশ্য।

প্রয়োজনীয় তথ্য ও ভর্তির যোগ্যতা

সর্বোচ্চ মেয়াদ : ৩ বছর

ভর্তির জন্য যোগ্যতা :

পূর্ণ কুরআনে কারীম শুদ্ধভাবে পড়তে সক্ষম হতে হবে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া কিংবা প্রতিষ্ঠিত কোনো দ্বীনী মাদরাসা হতে দাওরায়ে হাদীস পরীক্ষায় নূন্যতম ‘জায়্যিদ জিদ্দান’ হতে হবে।
লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংক্ষিপ্ত সিলেবাস

এ বিভাগে জামিয়া দারুল উলূম করাচীর সিলেবাস অনুসরণ করা হয়।

বিস্তারিত পাঠ্যসূচির জন্য অনুগ্রহর্পূবক দফতরে তা’লীমাত (শিক্ষা দফতর)-এ যোগাযোগ করুন।

Back To Top