skip to Main Content
বুধবার, ১৭ মহর্‌রম ১৪৪৬ হিজরি,২৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৯
জামিয়ার অন্যান্য ক্যাম্পাস
মিরপুর ক্যাম্পাস [নির্মাণাধীণ]

দ্বীনী শিক্ষায় শিক্ষিত একজন যোগ্য আলেম যেমনিভাবে হতে পারে একটি আদর্শ সমাজ বিনির্মাণের দিশারি, তেমনিভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিতা একজন নারীও হতে পারে একটি সমাজ ও পরিবারের আদর্শ নমুনা। ইসলামের ইতিহাসে এমন অনেক খ্যাতনামা নারীর কৃতিত্ব ও অবদানের কথা আমাদের জানা রয়েছে। তাই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জামিয়া সাহবানিয়া দারুল উলূম প্রতিষ্ঠালগ্ন থেকে বালক শাখার পাশাপাশি মাদরাসার অভ্যন্তরেই ক্ষুদ্র পরিসরে, সম্পূর্ণ শরয়ি পর্দার সাথে বালিকা শাখারও শিক্ষা কার্যক্রম আঞ্জাম দিয়ে আসছে। কিন্তু বালক শাখার ব্যাপকতার কারণে বালিকা শাখার পরিধি শুধু একটি ফ্লোরেই সীমাবদ্ধ রয়েছে। জায়গার স্বল্পতার কারণে এ শাখায় ভর্তি হতে আগ্রহী অনেক ছাত্রীকে ভর্তি করা সম্ভব হচ্ছে না। তাই ঢাকার অভ্যন্তরে সম্পূর্ণ ভিন্ন পরিসরে ‘নূরানী মকতব থেকে হিফয বিভাগসহ দাওরায়ে হাদীস পর্যন্ত’ একটি আদর্শ ‘মাদরাসাতুল বানাত’ চালুর উদ্যোগ গৃহীত হয়েছে। ঢাকার মিরপুর শেওড়াপাড়ায় সাড়ে পাঁচ কাঠা জমির উপর প্রকল্পটি বাস্তবায়নের কাজ আরম্ভ হয়েছে।

জামিয়ার অনেক হিতাকাঙ্খী ‘বানাত শাখা নির্মাণ’ ফান্ডে নিজেদের আর্থিক ও আন্তরিক সহযোগিতার আগ্রহ পেশ করেন। আপনিও দ্বীনের এ মহান কাজে অংশগ্রহণের জন্য এগিয়ে আসতে পারেন। আপনার পরামর্শ, সার্বিক সহযোগিতা ও আন্তরিক দু‘আ একান্ত কাম্য।

ঠিকানা

বাড়ি নং : ৪৫১/বি, পশ্চিম শেওড়াপাড়া, ঢাকা

যোগাযোগ নম্বর

এ শাখা সম্পর্কিত সকল তথ্যের জন্য প্রধান কার্যালয়ে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

ম্যাপে অবস্থান
Back To Top