skip to Main Content
রবিবার, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি,২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৮

খিমার ও দস্তারবন্দী মাহফিল

আলহামদু লিল্লাহ, জামিয়া সাহবানিয়ায় বিগত শিক্ষা বর্ষে ১৮ জন ছাত্র ও ১০ জন ছাত্রী কুরআন শরীফের হিফয সম্পন্ন করেছে এবং ১১ জন ছাত্র ও ২ জন ছাত্রী দাওরায়ে হাদীসের দরস সম্পন্ন করার সৌভাগ্য অর্জন করেছে।
এ সকল ছাত্রীর সম্মাননা খিমার (ওড়না) প্রদান উপলক্ষে একটি ‘খিমার মাহফিল’ এবং ছাত্রদের সম্মাননা পাগড়ী প্রদান উপলক্ষে একটি ‘দস্তারবন্দী মাহফিল’ আয়োজনের উদ্যোগ গৃহীত হয়েছে। ইনশাআল্লাহ, ‘দস্তারবন্দী মাহফিলে’ বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন, হযরত মাওলানা কারী আবুল হাসান আজমী সাহেব দামাত বারকাতুহুম (প্রাক্তন প্রধান, কেরাত বিভাগ, দারুল উলূম দেওবন্দ, ভারত)। এ ছাড়া দেশ বরেণ্য উলামায়ে কেরামও তাশরীফ আনবেন।

 

খিমার মাহফিল

তারিখ : ১৮ রবিউল আউয়াল’৩৯হি. / ০৮ ডিসেম্বর’১৭ইং
দিন : শুক্রবার
স্থান : জামিয়া সাহবানিয়া রূপগঞ্জ শাখা।

দস্তারবন্দী মাহফিল

তারিখ : ২৫ রবিউল আউয়াল’৩৯ হি. / ১৫ ডিসেম্বর’১৭ ইং
দিন : শুক্রবার
স্থান : জামিয়া সাহবানিয়া রূপগঞ্জ শাখা।

Back To Top